ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

এখনই বলা যাচ্ছে না ভবনের অবস্থা কেমন : তদন্ত কমিটি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এখনই বলা যাচ্ছে না ভবনের অবস্থা কেমন : তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : চকবাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের উপযোগী কি না তা এখনই বলা যাচ্ছে না। এ জন্য এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী (পুর কৌশল বিভাগ) জানান, ওয়াহিদ ম্যানশনের গ্রাউন্ড ফ্লোর ও দ্বিতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিম ও কলামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃতীয় ও চতুর্থ তলার বিম ও কলাম তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপরই বলা যাবে ভবনে বসবাস করা যাবে কি না।

তিনি বলেন, অন্যান্য ভবনগুলোও আমরা পরিদর্শন করেছি। ভবনগুলো টিকে থাকার জন্য বিম ও কলাম প্রাথমিকভাবে ভালো মনে হয়েছে। আর ওয়াহিদ ম্যানশনের দ্বিতীয় তলার পুরোটাতেই গোডাউন ছিল। এটি বেশ বড় ভবন হওয়া সত্ত্বেও আগুন নির্বাপণের কোনো ব্যবস্থা বা পর্যাপ্ত সিঁড়িও নেই।

উল্লেখ্য, বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন পুড়ে মারা গেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়