ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন দ্বিতীয় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা শুক্রবার শুরু

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন দ্বিতীয় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা শুক্রবার শুরু

ফাইল ফটো

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন দ্বিতীয় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০১৯।’

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অনুমোদনে যশোরের ঝিকরগাছায় এই প্রতিযোগিতা চলবে ১৬ মার্চ পর্যন্ত। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও নেপাল অংশ নেবে।ওয়ালটন দ্বিতীয় আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, ভারত ও নেপালের দুই শতাধিক কারাতেকার (ছেলে-মেয়ে) অংশ নিবে।

ছেলেদের ইভেন্টে ৭টি ওজন শ্রেণিতে ১৪৩ জন একক কাতা, একক কুমি ও দলগত কুমিতে অংশ নিবে। ছেলেদের ওজন শ্রেণিগুলো হল অনূর্ধ্ব-৪৫, অনূর্ধ্ব-৫০, অনূর্ধ্ব-৫৫, অনূর্ধ্ব-৬০, অনূর্ধ্ব-৬৭, অনূর্ধ্ব-৭৫, ৭৫+ কেজি। মেয়েদের ইভেন্টে ৪টি ওজন শ্রেণিতে একক কাতা ও একক কুমিতে ৫৭ জন অংশ নিবে।

মেয়েদের ওজন শ্রেণিগুলো হল অনূর্ধ্ব-৪৫, অনূর্ধ্ব-৫০, অনূর্ধ্ব-৫৫ ও ৫৫+ কেজি। এ ছাড়া ১০-১২ ও ১৩-১৫ বছর বয়সী শিশুরা (ছেলে ও মেয়ে) একক কাতা ও একক কুমিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলগুলো হল চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ সিতোরিও কারাতে দো অ্যাসোসিয়েশন রাজশাহী, আব্দুল কাদির মোল্লা ইন্টাঃ স্কুল, বিকেএসপি, বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাব খুলনা, কিং কারাতে ফরিদপুর, ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশন ও যশোর কারাতে অ্যাসোসিয়েশন।

দলগতভাবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপদের ট্রফি দেওয়া হবে। ব্যক্তিগত ইভেন্টে পদকজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে। এ ছাড়া প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টের সেরা কারাতেকারকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, রেডিও পার্টনার রেডিও টুডে, সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এবং অনলাইন পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকম।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়