ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বার্সার প্রতিপক্ষ ম্যানইউ, টটেনহ্যামের সিটি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সার প্রতিপক্ষ ম্যানইউ, টটেনহ্যামের সিটি

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র আজ শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী নিয়নে অনুষ্ঠিত হয়েছে।

ড্রতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে। আর ম্যানচেস্টার সিটি পেয়েছে স্বদেশি ক্লাব টটেনহ্যাম হটস্পারকে। এদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্টাস পেয়েছে আয়াক্সকে। আর গেল আসরের ফাইনালিস্ট লিভারপুল পেয়েছে পর্তুগালের ক্লাব পোর্তোকে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯/১০ এপ্রিল। আর ফিরতি লেগ হবে ১৬/১৭ এপ্রিল।

কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি/লিভারপুল যেই জিতুন তারা সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে জুভেন্টাস কিংবা আয়াক্সকে। অন্যদিকে বার্সেলোনা কিংবা ম্যানইউ যে-ই জিতুক সেমিফাইনালে তারা পাবে লিভারপুল কিংবা পোর্তকে। ১ মে হবে দুটি সেমিফাইনাল। আর ফাইনাল হবে ১ জুন অ্যাটলেটিকো মাদ্রিদের স্টেডিয়াম ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত হবে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ বার্সেলোনা খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে। আর ফিরতি লেগ হবে ন্যু ক্যাম্পে। ম্যানচেস্টার সিটি তাদের প্রথম লেগ খেলবে টটেনহ্যামের মাঠে। ফিরতি লেগ হবে তাদের ঘরের মাঠে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়