ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাহাজালালে পৌনে ২ কোটি টাকার ওষুধ জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহাজালালে পৌনে ২ কোটি টাকার ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ যাত্রীর কাছ থেকে আমদানি নিয়ন্ত্রিত  এক কোটি ৭৯ লাখ টাকার ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা পাঁচ যাত্রীর লাগেজ থেকে ওই ওষুধ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, ইস্তাম্বুল থেকে আসা টিকে-৭১২ ফ্লাইটের পাঁচ যাত্রী মো. আবু ইউসুফ, মো. মনির ব্যাপারী, ইয়াসমিন, হাসিনা আলম ও মো. আলমঙ্গীরের কাছ থেকে এসব ওষুধ পাওয়া যায়।

গোপন সংবাদ থাকায় আমদানি নিয়ন্ত্রিত ওই ওষুধ যাত্রীদের কাছ থেকে উদ্ধার করে  শুল্ক গোয়েন্দার দল। যাত্রীরা তাদের লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল  অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় তাদেরকে আটক করা হয়। আটক করে কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের লাগেজ খুলে প্রায় ১ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ৩২০ টাকা মূল্যের ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

                                     

রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়