ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার

ক্রীড়া ডেস্ক: ব্রেইন টিউমার অস্ত্রোপচারের জন্য আগেই দোয়া চেয়েছিলেন মোশাররফ হোসেন রুবেল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ জাতীয় দলের এ ক্রিকেটারের অস্ত্রোপচার আজ সফলভাবে সম্পন্ন হয়েছে ।

বিখ্যাত নিউরো সার্জন ড. এলভিন হংয়ের তত্ত্বাবধানে আজ (মঙ্গলবার) অস্ত্রোপচার শুরু হয় রুবেলের। ব্রেইনের জটিল এ অস্ত্রোপচার সকাল ৮টায় সম্পন্ন হয়েছে। এরই মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার। কথা বলতে পারছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে উঠতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রুবেল। তার অপারেশেনের কথা রাইজিংবিডি’কে নিশ্চিত করেছেন রুবেলের ঘনিষ্ট এক বন্ধু।

ব্রেইন টিউমার অপারেশনের জন্য গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে যান মোশাররফ হোসেন রুবেল। যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন এ স্পিন অলরাউন্ডার।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে নিয়মিত খেলছেন মোশাররফ হোসেন রুবেল। দুবার ওয়ালটনকে বিসিএলের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়