ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অষ্টম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ১৯ এপ্রিল

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৩, ২১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অষ্টম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ১৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্য ও করপোরেট হাউজগুলোর সফলতার ক্ষেত্রে মানবসম্পদের ক্রমপরিবর্তনশীল গুরুত্বের কথা বিবেচনা করে ১৯ এপ্রিল হতে যাচ্ছে বিএসএইচআরএম-এনএসসি অষ্টম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৯।

রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে এ সম্মেলন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘এইচআর লিডারমিপ ফর ইমার্জিং ইকোনোমি’।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মানবসম্পদ সম্মেলনের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মানবসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাই আসন্ন সম্মেলনটি বিশ্বব্যাপী মানবসম্পদের চলমান অগ্রগতি ও মানবসম্পদ ব্যবস্থাপনার নতুন ধারণা-জ্ঞান বিনিময়ের এক চমৎকার ক্ষেত্র তৈরি করবে। এ সম্মেলনের মাধ্যমে দেশের মানবসম্পদ ব্যবস্থাপনাকে আরো যুগোপযোগী করে দেশকে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার দিকনির্দেশনা থাকবে।

এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের মানবসম্পদ পেশাজীবী, বিশেষজ্ঞ ও শিক্ষাবিদগণ বক্তব্য দেবেন। এর মাধ্যমে অংশগ্রহণকারীগণ বিশেষভাবে উপকৃত হবেন। সম্মেলনে হাজারের বেশি মানুষ অংশ নেবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোরাদ হোসেন, মো. জাহাঙ্গীর নবী, মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়