ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জোরাল হস্তক্ষেপ প্রয়োজন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জোরাল হস্তক্ষেপ প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.  এনামুর রহমান বলেছেন, বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান যতই দীর্ঘায়িত হবে আমাদের সমস্যা ততই বাড়বে। তাই রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের জোরাল হস্তক্ষেপ প্রয়োজন।

বৃহস্পতিবার সচিবালয়ে ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজি (ইউএনএইচসিআর) এর সহকারী  হাইকমিশনার (নিরাপত্তা) ভলকার তুর্ক সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে তারা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও নিরাপদ বাসস্থানের বিষয়ে সরকার সচেতন ও সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই সরকারের মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, অতিরিক্ত সচিব (আরআরআরসি) মোহাম্মদ আবুল কালাম ও অতিরিক্ত সচিব মো. মোহসীন এবং ইউএনএইচসিআর এর পক্ষে রিজিওনাল ব্যুরো ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের পরিচালক ইন্দ্রিকা রাতওয়াতে, ডিভিশন অব এক্সটার্নাল রিলেশনের-এর পরিচালক জেমস লিঞ্চ এবং ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি স্টিভেন কার্লস।


রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/আসাদ/সাইফ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়