ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শুরু হচ্ছে আইপিএল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ২৩ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুরু হচ্ছে আইপিএল

ক্রীড়া ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।  এরপরই শুরু হবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস বনাম বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের টুর্নামেন্ট।  ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

লোকসভার নির্বাচনে অনিশ্চয়তায় পড়েছিল আইপিএলের দ্বাদশ আসর।  সকল শঙ্কা কাটিয়ে সময়মতোই শুরু হচ্ছে আইপিএল। এবারের আইপিএলে নেই কোনো উদ্বোধনী অনুষ্ঠান। কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের পাশে দাঁড়াতে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে বিসিসিআই।  তবে সেনাবাহিনীর একটি দলের পরিবেশনায় থাকছে ‘মিলিটারি ব্যান্ড’ পারফরম্যান্স।

বরাবরের মতো এবারও আইপিএলে থাকছেন সাকিব আল হাসান। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবার আইপিএলে প্রতিনিধিত্ব করবেন সাকিব।  তার দল সানরাইজার্স হায়দরাবাদ।  রোববার বিকেলে ইডেন গার্ডেন্সে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।  এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ক্রিকেটে ফেরার কথা বিশ্বসেরা সাকিবের।

আইপিএলের চ্যাম্পিয়ন দলগুলো হচ্ছে- রাজস্থান রয়্যালস (২০০৮), ডেকান চার্জার্স (২০০৯), চেন্নাই সুপার কিংস (২০১০, ২০১১, ২০১৮), কলকাতা নাইট রাইডার্স (২০১২, ২০১৪), মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৩, ২০১৫, ২০১৭) ও সানরাইজার্স হায়দরাবাদ (২০১৬)।

আইপিএল চলবে ১২ মে পর্যন্ত।  মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।





রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়