ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বাধীনতা দিবসে নানা আয়োজন

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাধীনতা দিবসে নানা আয়োজন

বিনোদন প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।  এরই ধারাবাহিকতায় বিএফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধে শহীদ পরিচালকদের স্মরণে নির্মিত ‘উত্তাপ’-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএফডিসি কর্তৃপক্ষ, পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতি, শিল্পী সমিতিসহ অন্যান্য সংগঠন।

দেশের টেলিভিশন চ্যানেলগুলোও আয়োজন করেছে নানা অনুষ্ঠানমালার। বাঙালি জনগোষ্ঠীর ওপর পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ, নিপীড়ন, শোষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মিথ্যাচার, ১৯৭১ সালে বাঙালি নারীদের ওপর নির্যাতন, ধর্ষণ, গণহত্যা ও লুটপাটের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ক্ষমাহীন নৃশংসতা’।

এ প্রামাণ্যচিত্রে অংশগ্রহণ করেছেন পাকিস্তানের প্রত্যক্ষদর্শী চার ব্যক্তি। যারা বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন মিডিয়ায় বাঙালি জনগোষ্ঠীর ওপর নির্মম অত্যাচারের কথা প্রতিবাদী কণ্ঠে তুলে ধরেছেন। এই চার প্রত্যক্ষদর্শীসহ বিশিষ্টজনের বক্তব্য, বিশ্লেষণ, ক্ষোভ, তিরস্কার আর নিপীড়িত, নির্যাতিত, অসহায় বাঙালি নিধন যজ্ঞের ভয়াবহতার চিত্র নিয়েই ফুয়াদ চৌধুরী নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে বিশেষ এই প্রামাণ্যচিত্র।শিশু-কিশোরদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠানটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে সকাল ৮টায়। বিকাল ৪টায় প্রচার হবে নাহিদ রহমানের পরিচালনায় ছোটদের অনুষ্ঠান ‘প্রাণের স্বাধীনতা’। বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘স্বাধীনতা আমার অহংকার’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আব্দুস সাত্তার। বিকেল ৫টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোল’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান। নৃত্যানুষ্ঠান ‘হে স্বাধীনতা’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ২০  মিনিটে। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘রাজার অতিথি’। আলী আসগর ইমনের গ্রন্থনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সাইফুল জামিল। অনুষ্ঠানে গান গেয়েছেন কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় ও ডলি সায়ন্তনী। রয়েছে মুক্তিযুদ্ধের সময় যশোরের দায়িত্বরত পুলিশ সুপারের সাক্ষাৎকার, নাচ। রাত ১১টায় প্রচার হবে ড. মাহফুজুর রহমান পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’।

দুপুর ২টা ৪৫ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে ‘হাঙ্গর নদী গ্রেনেড’, রাত ১২ টায় প্রচার হবে ‘এদেশ কার’ সিনেমাটি। অন্যদিকে দুপুর ১২টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। এতে আরো অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, রিমি করিম, এটিএম রাসেল, মনির হোসেন, রবিন প্রমুখ।

 


রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়