ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পূর্বাচলে স্টেডিয়ামের ফিজিক্যাল কাজ শীতে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ১৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পূর্বাচলে স্টেডিয়ামের ফিজিক্যাল কাজ শীতে

ক্রীড়া প্রতিবেদক: অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাটা দীর্ঘ দিনের। ইউরোপের স্টেডিয়ামগুলোরে মতো‘স্টেট অব আর্ট’ এর আদলে নির্মাণ করা হবে সেটি। কাঙ্খিত সেই স্টেডিয়াম কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে প্রজেক্ট ইমপ্লিমেন্টের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ও রূপরেখা অনেকদূর এগিয়ে গেলেও এর দৃশ্যমান কাজ শুরু নিয়ে কথা হয়েছে মিটিংয়ে। দৃশ্যমান কাজের অগ্রগতি নিয়ে কথা বলেছেন বিসিবির সিনিয়র সহ সভাপতি মাহবুব আনাম।

‘স্টেডিয়ামের ফিজিক্যাল কাজ আগামী শীত মৌসুমের আগে করা হবে না। বিসিবি ইতোমধ্যেই একটা কনসেপ্ট ড্রয়িং তৈরি করেছে। সেটাকে সম্প্রসারিত করে আমাদের ড্রেসিংরুমসহ বাকি যা আছে সেগুলোর পরিকল্পনা হচ্ছে। বিসিবি বোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এখানে একটা স্টেডিয়াম থাকবে এবং একটা একাডেমী গ্রাউন্ডের মতো থাকবে। তার মানে আমরা দুটো মাঠ পাব। ওই জিনিস গুলো বিসিবি সিদ্ধান্ত নিয়েছে। ৩৭ একর জমি আছে, ওখানে কি কি করা সম্ভব সেটা আমরা ভেবে রেখেছি। পূর্ণাঙ্গাভাবে আমাদের যেই আর্কিটেকচারাল ডিজাইন আছে সেভাবে অগ্রসর হতে হবে।’

আধুনিক স্টেডিয়াম কমপ্লেক্স নির্মাণ বাস্তবায়নের জন্য নানা মুখী কর্মতৎপরতা শুরু করেছে বিসিবি। প্রজেক্ট ইমপ্লিমেন্টের প্রথম সভায় সেগুলো উল্লেখ করে মাহবুব আনাম বলেন, ‘কিভাবে আমরা এই পরিকল্পনাটি করব তাঁর একটা রূপরেখা তৈরি করা হয়েছে। এই কমিটিতে আমরা বাইরে থেকে বেশ কিছু এক্সপারটিজ অন্তর্ভুক্ত করব। বুয়েট থেকে প্রতিনিধি নেব। যারা অডিট করে থাকে তাদের থেকেও প্রতিনিধি নিয়ে সামনের দিকে অগ্রসর হব। এই মাসের মধ্যেই আমরা মাঠের পজেশনে কাজ করব। পজেশন পেলেই আমার কাজ গতি আনবো। যারা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করেছে, তাদের কনসালটিং ফার্মকে যুক্ত করতে আন্তর্জাতিক প্রক্রিয়ার ব্যবস্থা করা হবে। আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডার পদ্ধতিতে সেটা করবো।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়