ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘সেরা দল’কে আত্মবিশ্বাস দেওয়ার পরামর্শ ফারুকের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সেরা দল’কে আত্মবিশ্বাস দেওয়ার পরামর্শ ফারুকের

ক্রীড়া প্রতিবেদক : শেষবার তার বিশ্বকাপ দল ঘোষণার পর অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু মাঠের পারফরম্যান্সে দেখা গেল এ পর্যন্ত তার ঘোষিত দলের পারফরম্যান্সই সেরা। 

২০১৫ বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলের নির্বাচক ছিলেন ফারুক আহমেদ।  সেই বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া একাধিক খেলোয়াড়কে নিয়ে ছিল বিতর্ক। বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে, তা নিয়েও উঠেছিল প্রশ্ন। কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়েছিল সব জবাব। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে দলটি খেলেছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল।

চার বছর পর সেই বিশ্বকাপের সুখস্মৃতি ফারুক আহমেদ ফিরিয়ে আনলেন মিরপুরের সবুজ গালিচায়, ‘আমার মনে হয় ২০১৫ বিশ্বকাপ খুব ভালো ছিল।  সেটা আমরা প্রমাণ করেছি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে।’

শেষবারের থেকে এবার ইংল্যান্ড বিশ্বকাপে আরো ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় জাতীয় দলের প্রাক্তন এই অধিনায়ক, ‘সম্প্রতি আমাদের খুব ভালো অভিজ্ঞতা আছে, আমরা চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলেছি ২০১৭ সালে। সেটাও যদি খেলোয়াড়রা মনে রাখে, একই কন্ডিশনে খেলা হয়েছে।  সেটা বিবেচনা করলে আমার মনে হয় যদি সিনিয়ররা ভালো খেলে, তাহলে এবারো আমাদের ভালো কিছু করার সম্ভাবনা আছে। ’

দল ঘোষণার পর থেকেই বলা হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশ নিজেদের সেরা দল পেয়েছে এবার। ছয় সিনিয়র ক্রিকেটারের সঙ্গে গত চার বছর ধরেই সৌম্য, সাব্বির, লিটন, মিরাজ, মুস্তাফিজরা খেলছেন। কম্বিনেশন দারুণ। তবে সেরা এ দলটার আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শ ফারুকের। টিম ম্যানেজমেন্টের পেশাদারিত্বে আঙুল তুলে ক্ষোভ ঝেরেছেন প্রাক্তন এ নির্বাচক।

‘দল ভালো হয়েছে। তবে ম্যানেজমেন্টের দল নিয়ে একটু অনিশ্চয়তায় আছে।  এটা আমার ভালো লাগেনি। আমি দেখেছি যে ২৩ মে পর্যন্ত সময় আছে, এটা নিয়ে এখনো চিন্তা করছে। এটা আসলে পুরো দলকে আত্মবিশ্বাস দিবে না এমন করে চিন্তা করলে। কারণ খেলোয়াড়রা এত বড় টুর্নামেন্ট খেলতে যাবে! আমরা সবাই জানি যে জুন-জুলাইয়ে বিশ্বকাপ হবে। এটার পরিকল্পনা আরো ছয়-সাত মাস আগ থেকেই হওয়া উচিত ছিল। সেটাও হয়েছে কিন্তু সাথে সাথে বলা হয়েছে যে আয়ারল্যান্ডের পারফরম্যান্সের পর পরিবর্তন আসতে পারে দলে।’

‘এটা আমি আসলে খুব ভালোভাবে দেখি না। দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসহীনতায় ভুগবে, যদি ভালো না খেলি বাদ পড়ে যেতে পারি! এইসব না বলে যদি বলতাম, এটাই আমাদের সেরা দল, যারা ফর্মে নেই আশা করব তারা ফর্মে ফিরে আসবে। তাহলে কিন্তু আত্মবিশ্বাসটা একটু ভালো হতো। এইদিক থেকে আমার মনে হয়েছে একটু দূরদর্শিতার অভাব মনে হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ’

তবে তার বিশ্বাস ভালো খেলবে দল। সেরা দল সেরাদের মতোই পারফর্ম করবে।

বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হয়েছে কোনো ওয়ানডে না খেলা আবু জায়েদ রাহীকে। রাহীকে নেওয়ায় বেশ খুশি ফারুক আহমেদ। তার মতে, এটা বাংলাদেশের ‘সারপ্রাইজ অ্যালিমেন্ট’।

‘আমার মনে হয় রাহী ইজ অ্যা ভেরি গুড পিক। আমি মনে করি একটু সারপ্রাইজ অ্যালিমেন্ট থাকা ভালো। আমরা সবাই জানি যে সে ওয়ানডে খেলিনি। কমপক্ষে পাঁচ বছর ধরে ঘরোয়া পর্যায়ে ভালো পারফর্ম করেছে। কন্ডিশন তাকে হেল্প করবে আমি মনে করি। তার যেই ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা আছে এটা সাহায্য করবে তাকে। আর সব সময় দলে একটা সারপ্রাইজ অ্যালিমেন্ট থাকা ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে সবাই কিন্তু এখন সবাইকে ভালোভাবে পড়ে ফেলে, কে কী করে। রাহী আমাদের মনে হয় সারপ্রাইজ অ্যালিমেন্ট হতে পারে। আমি আশা করব সে ভালো করবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়