ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

গোপালগঞ্জে চাচার টাকা ভাগাভাগির জেরে যুবকের আত্মহত্যা

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৬, ১৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে চাচার টাকা ভাগাভাগির জেরে যুবকের আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতি‌নিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে চাচার রেখে যাওয়া টাকার ভাগাভাগির জের ধরে বাবু মিনা (২২) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার গুনহার গ্রামে এ ঘটনা ঘটে।

বাবু মিনা মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের গুনহার গ্রামের মৃত জহুরুল হক মিনার ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, বাবু মিনার চাচা কয়েক লাখ টাকা ব্যাংকে রেখে মারা যান। পরে এ টাকার ভাগ-বাটোয়রা নিয়ে ভাইদের মধ্যে কয়েক মাস ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এনিয়ে বৃহস্পতিবার বিকেলে ভাইদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যায় অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করে বাবু মিনা।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৯ এপ্রিল ২০১৯/বাদল সাহা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়