ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দোকান থেকে কামসূত্র নিয়েছিলেন ক্লিনটন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৮, ১৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দোকান থেকে কামসূত্র নিয়েছিলেন ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন একটি হোটেলের উপহার সামগ্রী বিক্রির দোকান থেকে যৌনতা বিষয়ক বিখ্যাত বই ‘কামসূত্র’ নিয়েছিলেন। বিবিসির দ্য নিউজনাইট অনুষ্ঠানের উপস্থাপক এমিলি মেইটলিস এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

এমিলি জানান, ক্লিনটনের সাক্ষাৎকার নেওয়ার দিন তিনি ক্লিনটনে ‘অশ্লীল’ বইটি দোকানে দাঁড়িয়ে পড়তে দেখেছেন। প্রথমে তিনি ভেবেছিলেন ক্লিনটন হয়তো কোনো ঐতিহাসিক বই পড়ছিলেন। পরে তিনি বুঝতে পারেন সেটি কোনো ইতিহাসের বই নয় বরং যৌনতা বিষয়ক বই।

সাক্ষাৎকারে এমিলি বলেন, ‘তিনি সোজা বইয়ের কাছে চলে যান এবং আমার সেটা ভালো লেগেছে। অবশ্যই এই তিনি সংস্কৃতিবান লোক, তিনি সাম্রাজ্য সম্পর্কে পড়তে যাচ্ছেন।’

বিবিসির এই উপস্থাপক বলেন, ‘আমি দেখছিলাম তিনি একটি বই নিলেন । আমার কাছে মনে হচ্ছিল এটা ইতিহাসের বইয়ের মতো লাগছে না। আমি একটু কাছে গিয়ে দেখলাম। এতে কোনো লেখা আছে বলে মনে হলো না, একে পরিচিত মনে হচ্ছিল এবং আমি বুঝতে পারলাম তিনি কামসূত্রের একটি কপি হাতে নিয়েছেন।’

তিনি বলেন, ‘দোকানে দাঁড়িয়ে তিনি এটি দেখছিলেন। আমার কাছে মনে হলো, এখন দ্রুত সরে যাওয়াটাই ভালো।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়