ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় জাতীয় সার্ফিং প্রতিযোগিতা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় জাতীয় সার্ফিং প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ২৬ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ৫ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা-২০১৯’। কক্সবাজারের লাবনী পয়েন্টে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা ২৬ এপ্রিল শুরু হয়ে চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। যেখানে ১৫০ জন সার্ফার অংশ নিবেন

প্রতিযোগিতার বিষয়ে সার্ফিং অ্যাসোসিয়েশনের কোষাধাক্ষ্য আমিনুল ইসলাম লিটন বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিল লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হবে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম পর্বে ১৫০ জন সার্ফার অংশ নিবে। সেখান থেকে চূড়ান্তপর্বে লড়বে ৭৫ জন। ওয়ালটন গ্রুপের মতো একটি প্রতিষ্ঠান সার্ফিং এর সঙ্গে যুক্ত হওয়াটা আমাদের জন্য গৌরবের বিষয়। কারণ, সব খেলায় ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করছে। তারা ক্রীড়াঙ্গনকে বাঁচিয়ে রেখেছে। ভবিষ্যতে আমাদের আরো যেসব টুর্নামেন্ট হবে আশা করব সেখানেও তাদের পাশে পাব।’

তিনি আরো বলেন, ‘এই সার্ফিং এর যাত্রা কিন্তু ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ভাইর মাধ্যমে শুরু হয়েছিল ২০১৪ সালে। তিনি সার্ফিং অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন। আসলে সার্ফিংয়ে আকর্ষণ আছে। নান্দনিক ও দৃষ্টিনন্দন খেলা এটি। এই খেলাকে পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে ওয়ালটনের ভালো সুযোগ আছে ফোকাস পাওয়ার। তাছাড়া সার্ফিং ট্যুরিজম রিলেটেড খেলা। ওয়ালটন যেখানে দেশের ট্যুরিজম ডেভেলপমেন্টে কাজ করছে। আসলে আমাদের দেশে যতগুলো ফেডারেশন ও অ্যাসোসিয়েশন আছে তার মধ্যে কিন্তু খুব বেশি ফেডারেশনের অলিম্পিক ইভেন্ট নেই। সার্ফিং একটা অলিম্পিক ইভেন্ট। এটার ভবিষ্যত ভালো।’

প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘সার্ফিং খুবই সম্ভাবনাময় একটি খেলা। এর সঙ্গে বলতে গেলে আমরা শুরু থেকেই যুক্ত ছিলাম। সার্ফিং ট্যুরিজম সম্পৃক্ত খেলা। এটার মাধ্যমে ট্যুরিজমকে ডেভেলপ করা সম্ভব। আমরা স্পোর্টস ট্যুরিজম ডেভেলপ করার চেষ্টা করছি। চেষ্টা করছি আমাদের সবার প্রিয় কক্সবাজারকে নানাভাবে প্রমোট করতে। তারই অংশ হিসেবে কক্সবাজারে প্রতি বছর আমরা নানারকম টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে থাকি। সে কারণে আমরা সার্ফিং এর সঙ্গে যুক্ত হয়েছি। আর অল্প সময়ে দেশের সার্ফিং বেশ উন্নতি করেছে। আশা করব এবারও জমজমাট একটি টুর্নামেন্ট হবে।’

আমেরিকার হাওয়াই সিটিতে অবস্থিত এসটিএন (সার্ফিং দ্য নেশনস) সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে স্বনামধন্য সার্ফাররা এই প্রতিযোগিতায় উপস্থিত থাকবে। ইতিমধ্যে তারা বাংলাদেশে এসেছে। কক্সবাজারে তারা সার্ফারদের প্রশিক্ষণ দিচ্ছে। তারা ননাভাবে সাপোর্ট করছে। প্রতিযোগিতায় তারা বিচারকের ভূমিকা পালন করবে। বাংলাদেশের সার্ফারদের জাজমেন্ট শেখাচ্ছে। তারা বাংলাদেশের সার্ফারদের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ-সুবিধাও দিবে।

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়