ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘পুরোপুরি ফিট মুস্তাফিজ হতে পারে বাংলাদেশের এক্স-ফ্যাক্টর’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পুরোপুরি ফিট মুস্তাফিজ হতে পারে বাংলাদেশের এক্স-ফ্যাক্টর’

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ পেসার মুস্তাফিজুর রহমানকে গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে পূর্ণ সময় দিতে চান।

ইংল্যান্ড বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তাকে পুরোপুরি ব্যবহার করতে নারাজ ওয়ালশ।  ক্যারিবীয়ান এ কিংবদন্তির মতে, সুস্থ ও ফিট মুস্তাফিজ বিশ্বকাপে বাংলাদেশ দলের এক্স-ফ্যাক্টর হতে পারে। তাই মাঠে ফিরতে তাকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে বাংলাদেশের পেস বোলিং কোচ।

মুস্তাফিজের ইনজুরি প্রবণতা বেশি। ঘনঘন ইনজুরিতে পড়েন। তাই বিশ্বকাপের আগে তাকে কম খেলানোর ইঙ্গিত দিয়েছেন ওয়ালশ।  ২০১৫ বিশ্বকাপের পর পাল্টেছে বাংলাদেশের পেস বোলিং আক্রমণ। যেখানে নেতৃত্ব দিয়েছেন মুস্তাফিজুর রহমান। সবথেকে সফলও এ পেসার। তার সঙ্গে বিশ্বকাপ দলে থাকা রুবেল, সাইফউদ্দিনেরও রয়েছে ইনজুরি। বাকিদের ওপর আস্থা থাকলেও ওয়ালশ মনে করেন বিশ্বকাপে মুস্তাফিজকে বড় ভূমিকা পালন করতে হবে।

‘পুরোপুরি ফিট মুস্তাফিজের বিশ্বকাপে বড় ভূমিকা পালন করতে হবে। তবে আমরা একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল হতে পারি না। সাকিব, ম্যাশ, রুবেল ধারাবাহিক। ইনজুরির পর মুস্তাফিজ এখনও সেভাবে নিজেকে ফিরে পায়নি। বোলিংয়ে সেই ধার আসেনি।  ফিট মুস্তাফিজ আমাদেরকে ম্যাচ জেতাতে পারবে।  তাই তাকে ফিট করা প্রয়োজন। তবে তাকে সময় দিতে হবে। কোনো তাড়াহুড়া নেই। প্রয়োজনে আয়ারল্যান্ডে তাকে কম খেলানো হবে।’ – বলেছেন ওয়ালশ।

‘মুস্তাফিজকে এখন সুস্থ ও ফিট অবস্থায় পাওয়া প্রয়োজন।  যখন পুরোপুরি মুস্তাফিজ আমাদের হয়ে খেলবে তখন আমরা একজন এক্স-ফ্যাক্টর পাব যে কিনা আমাদের হয়ে ম্যাচ জেতাবে।  তাকে পুরোপুরি ফিট পাওয়া নিয়েই উদ্বিগ্ন।  মাত্র একটা ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছে মুস্তাফিজ।  এজন্য তাকে আবার ফিট করা প্রয়োজন।’ – যোগ করেন ওয়ালশ।

বিশ্বকাপ স্কোয়াডের পেসারদের নিয়ে ওয়ালশ অনেক উদ্বিগ্ন থাকলেও পেস অলরাউন্ডার সাইফউদ্দিনকে নিয়ে বেশ আশাবাদী তিনি। ডানহাতি এ পেসারকে নিয়ে ওয়ালশ বলেছেন, ‘ও ভীষণভাবে আমাকে আনন্দিত করেছে।  দারুণ বোলিং করে যাচ্ছে। ভালোমানের অলরাউন্ডার হতে যাচ্ছে ও। ঘরোয়া ক্রিকেটে তার ফর্ম দুর্দান্ত। আত্মবিশ্বাস অনেক উর্ধ্বে। কি পেতে হবে সেটা সে ভালোমত জানে। যদি পুরোপুরি ফিট সাইফউদ্দিনকে আমরা পাই, বিশ্বকাপে আমাদের বড় সম্পদ হতে পারে।’




রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়