ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনায় চাঁদাবাজি, এক নারী ও দুই পুলিশ আটক

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় চাঁদাবাজি, এক নারী ও দুই পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনায় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুই পুলিশ সদস্য ও এক নারীকে আটক করেছে পুলিশ।

খুলনার এই ব্যবসায়ীর নাম সঞ্জিৎ শীল। অভিযুক্তরা এই ব্যবসায়ীর কাছে দু’লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাপের মুখে ওই ব্যবসায়ী মাত্র সাড়ে ২৭ হাজার টাকা দিতে সমর্থ হন।

মঙ্গলবার রাতে অভিযুক্তদের খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- টুটপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই সিফাতুল্লাহ ও গল্লামারী পুলিশ বক্সে কর্মরত এএসআই মিরান এবং তাদের সহযোগি ফাতেমা বেগম।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ  মনিরুজ্জামান মিঠু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সঞ্জিৎ শীল নামক এক ব্যবসায়ীর নিকট থেকে দু’লাখ টাকা চাঁদা দাবি ও সাড়ে ২৭ হাজার টাকা চাঁদা আদায় এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



রাইজিংবিডি/ খুলনা/ ২৪ এপ্রিল ২০১৯/ মুহাম্মদ নূরুজ্জামান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়