ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সারা দেশে কমিটি দেবে কোটা সংস্কার আন্দোলনকারীরা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২১, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সারা দেশে কমিটি দেবে কোটা সংস্কার আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক : দেশের ৬৪ জেলায় নতুন কমিটি দেবে কোটা সংস্কার আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

তরুণ সমাজের এই প্ল্যাটফর্মকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে এ উদ্যোগের কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, সাংগনিক কাঠামোর মাধ্যমে সারা দেশের ছাত্রপ্রতিনিধিদের নিয়ে কাজ করার স্বার্থে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা, থানা পর্যায়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কমিটি গঠনের কাজ চলছে।

তিনি বলেন, গতানুগতিক ছাত্ররাজনীতির পরিবর্তে প্রকৃত অর্থে ছাত্র তথা সমাজ-রাষ্ট্রের কল্যাণে কাজ করতে চাই আমরা। দেশপ্রেম, ত্যাগ ও সেবার মানসিকতা নিয়ে কাজ করবে, এমন একটি আদর্শ ছাত্রসংগঠন হিসেবে এ পরিষদকে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করি।

তিনি আরো বলেন, মানুষের কল্যাণে সমাজ-রাষ্ট্রের অন্যায়-অনিয়ম, বৈষম্যের সমাধানে কার্যকর প্রতিবাদ এবং দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র তথা সাধারণ মানুষের যৌক্তিক ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ে এ সংগঠন কাজ করে যাবে।




রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়