ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইমরুলের না থাকা নিয়ে কথা বললেন রোডস

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইমরুলের না থাকা নিয়ে কথা বললেন রোডস

ক্রীড়া প্রতিবেদক: দারুণ ফর্মে থাকা সত্বেও বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ইমরুল কায়েসের। দেশের অন্যতম সেরা এ ব্যাটসম্যানের দলে থাকা-না থাকা নিয়ে গত নয় দিনে আলোচনা সমালোচনা কম হয়নি। বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁহাতি এ ওপেনারের দলে না থাকা নিয়ে কথা বলেছেন জাতীয় দলের কোচ স্টিভ রোডস।

‘আমি মনে করি খেলোয়াড়দের জন্য ধারাবাহিক রেকর্ড বেশ গুরুত্বপূর্ণ। দলে আমরা সর্বোচ্চ মানের ক্রিকেটার রাখার চেষ্টা করেছি। ইমরুল উঁচুমানের ক্রিকেটার। একজন ভালো আন্তর্জাতিক ক্রিকেটার। তবু সে বিশ্বকাপ স্কোয়াডের অংশ নয়। এর মানে যাদের আমরা নিয়ে যাচ্ছি তারাও অনেক ভালো মানের ক্রিকেটার।’

ইমরুল প্রসঙ্গে রোডাস আরও বলেন, ‘আমরা ইমরুলের মতো ক্রিকেটারকে রেখে যাচ্ছি। সেটা আমাদের উঁচুমানের ক্রিকেটারের গভীরতা নির্দেশ করে। কেউ ইনজুরিতে পড়লে বা অন্য কোনো কারণে তাকে আমাদের দরকার হতে পারে। আমরা খুব ভালো করে জানি, সে কি করতে পারে। তবে ভালো কেউ মিস করলে মনে রাখতে হবে দলের সঙ্গে সে রকমই কাউকে নেওয়া হচ্ছে।’

গত ১৬ এপ্রিল ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইমরুল কায়েস ও তাসকিনের মতো অনেকেই বাদ পড়লেও চমক হিসেবে দলে এসেছেন মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহীরা।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়