ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাদক সমাজকে ধ্বংস করছে : কমিশনার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদক সমাজকে ধ্বংস করছে : কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক : মাদক নিজের সঙ্গে পরিবার ও সমাজকে ধ্বংস করছে। ভবিষ্যৎ তরুণ প্রজন্ম ধ্বংস হলে দেশের উন্নয়নের কিছুই থাকবে না বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার দুপুরে উত্তরায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে তথ্য দিন, পুলিশ আপনাদের পাশে আছে। জনগণের সার্বিক সহযোগিতা ও উদ্দীপনায় আজকে বাংলাদেশে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। ঢাকা শহরে চুরি, ডাকাতি, ছিনতাই, ভূমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মত অপরাধ নেই বললেই চলে। তবে একেবারেই ক্রাইম ফ্রি সমাজ চিন্তা করা যায় না। কেউ অপরাধ করলে আমরা দ্রুত সময়ে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করছি।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জ্বালাও পোড়াও রাজনীতি থেকে শুরু করে হলি আর্টিজান হামলা ছিল দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আমরা সকল ষড়যন্ত্র জীবনবাজি রেখে প্রতিহত করেছি। জঙ্গি দমনে বাংলাদেশের সাফল্য বিশ্বে অনুকরণীয়। আমাদের গোয়েন্দাদের কঠোর নজরদারির কারণে হলি আর্টিজানের পর বাংলাদেশে কোনো সন্ত্রাসী হামলা হয়নি। হতে দেবেও না।’

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, স্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/৭ মে ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়