ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাদ্রিদ ওপেনের শিরোপা জোকোভিচের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ১৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদ্রিদ ওপেনের শিরোপা জোকোভিচের

ক্রীড়া ডেস্ক: ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে নিজের শ্রেষ্ঠত্ব আরেকবার জানান দিলেন নোভাক জোকোভিচ। স্টেফানোস সিসিপাসকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই এ তারকা।

সেমিফাইনাল রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিলেন গ্রীক তরুণ সিসিপাস। কিন্তু শিরোপা নির্ধারণী লড়াইয়ে অভিজ্ঞ জোকোভিচের সঙ্গে শেষ রক্ষা হয়নি তার। ফাইনালে তাকে ৬-৩ ৬-৪ সেটে হারিয়েছে জোকোভিচ। ক্লে কোর্টে শিরোপা জিততে তরুন সিসিপাসের সঙ্গে ৯৪ মিনিট লড়াই করেন তিনি।

এ নিয়ে তৃতীয়বারের মতো মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন জোকোভিচ। মাদ্রিদ ওপেনের শিরোপা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে ৩৩তম মাস্টার্স শিরোপও জেতা হয়ে গেছে তার। তাতে সার্বিয়ান এই তারকা ছুঁয়েছেন আরেকটি মাইলফলক। রাফায়েল নাদালের সঙ্গে সর্বকালের সর্বাধিক মাস্টার্স জেতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন তিনি।

মাদ্রিদ ওপেনের শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত জোকোভিচ বলেন, ‘এই মৌসুমে এখন যা অবস্থা তা রোমে আত্মবিশ্বাস জোগাবে। আর রোঁলা গারোতে আমি সেরাটা দিতেই মুখিয়ে আছি। অস্ট্রেলিয়ান ওপেনের পর নিজের সেরাটা দিতে পারিনি। এই জয়টা আমার জন্য আত্মবিশ্বাসের।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়