ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টানা সপ্তম শিরোপা জয় বায়ার্নের

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩০, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টানা সপ্তম শিরোপা জয় বায়ার্নের

ক্রীড়া ডেস্ক : শনিবার ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে জার্মান বুন্দেসলিগার টানা সপ্তম শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

এ যাত্রায় তারা মাত্র ২ পয়েন্টে পেছনে ফেলেছে বরুসিয়া ডর্টমুন্ডকে। যারা একই দিন ২-০ গোলে হারিয়েছে বরুসিয়া মোশেনগ্লাডবাখকে।

এই ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় বর্ষীয়ান খেলোয়াড় বিলাল ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়েন রোবেনকে। তারা দুজনই পেয়েছেন গোলের দেখা। ৭২ মিনিটে রিবেরি ও ৭৮ মিনিটে রোবেন গোল করেন। বায়ার্নের হয়ে তারা দুজন ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন।

শনিবার ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। এ সময় গোল করেন নিকো কোভাক। প্রথমার্ধে এই একটি গোলই হয়। বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে ফ্রাঙ্কাফুর্টের সেবাস্তিয়ান হালের গোল করে সমতা ফেরান। এই সমতা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৫৩ মিনিটে ডেভিড আলবা আবার এগিয়ে নেন বাভারিয়ানদের। ৫৮ মিনিটে রেনাটো সানচেজ গোল করে বায়ার্ন সমর্থকদের শিরোপার উল্লাসে ভাসান (৩-১)। এরপর বদলি খেলোয়াড় হিসেবে নামা রিবেরি ও রোবেন গোল করে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন। মাঠ ছাড়েন শিরোপা নিশ্চিত করে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়