ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

অফিসে এসেই কাজে ব্যস্ত ওবায়দুল কাদের

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অফিসে এসেই কাজে ব্যস্ত ওবায়দুল কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : পুরোপুরি সুস্থ না হলেও দীর্ঘ ২ মাস ১৬ দিন পর প্রথম অফিসে এসে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সোয়া ১০টায় তিনি সচিবালয়ে নিজ কার্যালয়ে যান। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ শীর্ষ কর্মকর্তারা। সবার সঙ্গে তিনি কুশলাদি বিনিময় করেন। কার্যালয়ে গিয়ে প্রথমেই রুটিন ফাইল ওয়ার্ক করেন সেতুমন্ত্রী।

পরে বেলা পৌনে ১১টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্প বিষয়ক সভায় যোগ দেন ওবায়দুল কাদের।

এসময় ওবায়দুল কাদের তার জন্য দোয়া করায় দেশবাসীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘মানসিকভাবে আমি সম্পূর্ণ প্রস্তুত। শারিরিকভাবেও সুস্থ।  আগামী ১৬ জুলাই সিঙ্গাপুরের ডাক্তাররা আবার চেকাপের জন্য সময় দিয়েছেন। তখন একবার যাবো।’

তিনি বলেন, ‘এখানকার ডাক্তার প্রথম এক-দেড় মাস আমাকে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে সতর্কভাবে চলতে বলছেন। দেড়মাস পর আমি পুরোদমে কাজ করতে পারব।’

কাদের বলেন, ‘দুই মাস ১৬ দিন আগে আমি এই সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে বসে বক্তব্য রেখেছিলাম। মাঝে অনেকদিন আমি অনুপস্থিত। হয়ত পৃথিবী থেকেই অনুপস্থিত থাকতাম। সবার দোয়ায় জীবনের সঙ্কটময় মুহূর্তে চ্যালেঞ্জের মধ্যেই অতিক্রম করেছি। প্রধানমন্ত্রী আন্তরিকতা ও বিশেষ প্রয়াসে এই সঙ্কট থেকে উত্তরণ সম্ভব হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ছিলাম। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজে গাফিলতি করেনি। তারা কাজ করে গেছেন।’

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বুধবার দেশে ফেরেন ওবায়দুল কাদের। বাইপাস সার্জারির পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের ৫ এপ্রিল ছাড়পত্র পান। ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। এর আগে ৩ মার্চ সকালে বুকের ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। পরে ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেওয়া হয়



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৮/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়