ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিকেলে মুখোমুখি উইন্ডিজ-অস্ট্রেলিয়া

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩১, ৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকেলে মুখোমুখি উইন্ডিজ-অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে আজ রয়েছে একটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-১ ও ২।

বিশ্বকাপের প্রথম ম্যাচে উভয় দলই জয় পেয়েছে। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে ৭ উইকেটে। পাকিস্তানকে ১০৫ রানে অলআউট করে ওয়েস্ট ইন্ডিজও তাদের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে।

অবশ্য এই ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। সেখানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। আজ কে জয় পায় দেখার বিষয়।

এই ম্যাচে অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে পেস বোলিংয়ে ভারসম্য আনতে চাইলে কেমার রোচকে একাদশে টানতে পারে উইন্ডিজ।

ট্রেন্ট ব্রিজে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের অতীত রেকর্ড ঈর্শ্বনীয়। এই ভেন্যুতে তাদের খেলা ৮ ম্যাচের মাত্র ১টিতে হেরেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ৮ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৩টিতে। ভেন্যুটি হাই স্কোরিং হলেও সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে এখানে ২৪২ রান করেছিল অস্ট্রেলিয়া।




রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়