ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মোদিকে চিঠি লিখলেন ইমরান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৭, ৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোদিকে চিঠি লিখলেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরসহ অন্যান্য সমস্যাগুলি সমাধানে ভারতের সঙ্গে আলোচনা শুরু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মোদিকে ইমরানের চিঠি লেখার এই খবর এমন সময় প্রকাশিত হলো যখন একদিন আগে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, কিরগিজস্তানের বিশকেকে আঞ্চলিক সম্মেলনে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে না।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য মোদিকে অভিনন্দন জানিয়ে ইমরান লিখেছেন, দু’দেশের মানুষের দারিদ্রের মোকাবিলা এবং উন্নয়নের স্বার্থে আলোচনায় বসাই একমাত্র পথ। কাশ্মীরসহ সব সমস্যা সমাধানে পাকিস্তান ইচ্ছুক বলেও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

এ ব্যাপারে ভারতের  কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

ভারতের লোকসভা নির্বাচনের  প্রচারের সময় থেকেই ইমরান জানিয়েছিলেন মোদি এলে সেটা পাকিস্তানের পক্ষে সুবিধাজনক হবে। ভোটের ফল ঘোষণার আগেই মোদিকে অভিনন্দনও জানিয়েছিলেন তিনি।




রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়