ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোপা আমেরিকার শুরুতেই আর্জেন্টিনার হোঁচট

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১১, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোপা আমেরিকার শুরুতেই আর্জেন্টিনার হোঁচট

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ২৬ বছরের শিরোপা খরা ঘোচানোর মিশনে কোপা আমেরিকায় শুরুতেই হোঁচট খেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ব্রাজিলের অ্যারেনা ফন্তে নোভায় আজ নিজেদের প্রথম ম্যাচে ১৪ বারের চ্যাম্পিয়নরা হেরে গেছে ২-০ গোলে।

অতীত পরিসংখ্যানে কলম্বিয়ার বিপক্ষে অনেক ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনা ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল কিন্তু মেসি, আগুয়েরো, ডি মারিয়াদের মত তারকারা ছিলেন নিজেদের ছায়া হয়ে। প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে হামেস রদ্রিগেজের পাসে কলম্বিয়াকে ম্যাচে প্রথমবারের মত এগিয়ে দেন রজার মার্তিনেজ।

বক্সের বাঁ প্রান্ত থেকে তার ডান পায়ের বাঁকানো শট আটকাতে ব্যর্থ হন গোলরক্ষক আরমানি। এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও উল্টো ম্যাচের ৮৬ তম মিনিটে পোস্টের খুব কাছ থেকে দুভান জাপাতার লক্ষ্যভেদে পরাজয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

এর আগে অবশ্য বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছে আর্জেন্টিনা। ৬৬ মিনিটে হেডে বল জালে পাঠাতে ব্যর্থ হন মেসি। এছাড়া লিওনার্দো পারেদেস এর জোরালো শট অসামান্য দক্ষতায় ফিরিয়ে দেন কলম্বিয়ান গোলরক্ষক অসপিনা।

ম্যাচ শেষে এই হার নিয়ে কথা বলেছেন অধিনায়ক মেসি, “আমরা এভাবে শুরু করতে চাইনি। ভালো শুরুর একটা চাপ ছিল। তবে আমাদের মাথা উঁচু রাখতে হবে। এখনো কোপার অনেক কিছু বাকি, আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে হবে’’।

এই পরাজয় আলবিসেলেস্তেদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দিলেও এখনো যথেষ্ট সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ২০ জুন প্যারাগুয়ের বিপক্ষে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়