ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোপা আমেরিকায় চিলির জয়, আগামীকাল মাঠে নামছে ব্রাজিল

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৭, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোপা আমেরিকায় চিলির জয়, আগামীকাল মাঠে নামছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক: টানা তৃতীয় শিরোপার মিশনে কোপা আমেরিকায় প্রত্যাশিত জয় পেয়েছে চিলি। সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে জাপানকে ৪-০ গোলে হারিয়েছে তারা। অনভিজ্ঞ জাপানের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে এরিক পুলগারের গোলে প্রথম এগিয়ে যায় চিলি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন অভিজ্ঞ এদুয়ার্দো বার্গাস।এটি তার চিলির হয়ে টানা চতুর্থ আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল। এরপর ৮২ মিনিটে স্কোরশিটে নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভুলে যাওয়ার মত একটি মৌসুম কাটানো এলেক্সিস সানচেস। তার এক মিনিট পর তারই পাস থেকে জাপানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বার্গাস। এই জয়ে উরুগুয়ের সাথে যৌথভাবে সি গ্রুপের শীর্ষে উঠে এল গত দুই আসরের চ্যাম্পিয়নরা।

এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ব্রাজিল। বেলো হরিজন্তেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়। নেইমার না থাকলেও প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামবে তিতে’র দল। অধিনায়ক আলভেস ও জানিয়েছেন সে কথাই। বলেছেন, নেইমারকে ছাড়া ব্রাজিল দুর্বল হয়ে যায়নি। ব্রাজিলের ঐতিহাসিক জার্সির সম্মান রাখতে সম্ভাব্য সবকিছুই করবে তার দল।

আরেক ফেবারিট আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ২০ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে।




রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/ নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়