ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ম্যাকগ্রার রেকর্ড ভাঙলেন হ্যাজেলউড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যাকগ্রার রেকর্ড ভাঙলেন হ্যাজেলউড

৫২ রানে ৬ উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে এতদিন অস্ট্রেলিয়ান কোনো বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল গ্লেন ম্যাকগ্রার। ‘ছিল’ বলতে হচ্ছে, কারণ আজ সেটি ভেঙে দিয়েছেন জশ হ্যাজেলউড।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচে এজবাস্টনে । ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ম্যাকগ্রা ৩৭ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

হ্যাজেলউডের ৬ উইকেটের ৩টিই এসেছে ইনিংসের ৪৫তম ওভারে চার বলের মধ্যে। ডানহাতি পেসার পরপর দুই বলে অ্যাডাম মিলনে ও মিচেল স্যান্টনারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। ট্রেন্ট বোল্ট হ্যাটট্রিক হতে না দিলেও পরের বলেই আউট হয়ে যান।



হ্যাজেলউডের ৫২ রানে ৬ উইকেট চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসেই দ্বিতীয় সেরা বোলিং। ২০০৬ সালের টুর্নামেন্টে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার পারভিজ মাহরুফের ১৪ রানে ৬ উইকেট এখনো সেরা। বিশ্বকাপের পর আইসিসির সবচেয়ে বড় এই টুর্নামেন্টে মাহরুফ-হ্যাজেলউড ছাড়া ৬ উইকেট নেই আর কারও!

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সেরা পাঁচ বোলিং

খেলোয়াড়/দল

ওভার

রান

উইকেট

প্রতিপক্ষ

ভেন্যু

সাল

পারভিজ মাহরুফ (শ্রীলঙ্কা)

১৪

উইন্ডিজ

মুম্বাই

২০০৬

জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)

৫২

নিউজিল্যান্ড

বার্মিংহাম

২০১৭

শহীদ আফ্রিদি (পাকিস্তান)

১১

কেনিয়া

বার্মিংহাম

২০০৪

মাখায়া এনটিনি (দ. আফ্রিকা

২১

পাকিস্তান

মোহালি

২০০৬

মারভিন ডিলন (উইন্ডিজ)

১০

২৯

বাংলাদেশ

সাউদাম্পটন

২০০৪



রাইজিংবিডি/ঢাকা/২ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়