ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জয়ের পর উইন্ডিজের জরিমানা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ের পর উইন্ডিজের জরিমানা

ওয়েস্ট ইন্ডিজ দল

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাফেট ও তার দলকে।

এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচ রেফারি ডেভিড বুন ক্যারিবীয় অধিনায়ক ব্রাফেটকে জরিমানা করেছেন ম্যাচ ফির ২০ শতাংশ। আর দলের বাকি সদস্যদের জরিমানা ম্যাচ ফির ১০ শতাংশ।

ব্রাফেট দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আগামী ১২ মাসের মধ্যে আরো এক টি-টোয়েন্টি ম্যাচে যদি স্লো ওভার রেটের খাড়ায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ, আইসিসির নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হবেন অধিনায়ক ব্রাফেট।

জ্যামাইকার স্যাবিনা পার্কে রোববারের একমাত্র টি-টোয়েন্টিতে এভিন লুইসের অপরাজিত সেঞ্চুরিতে ভারতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৭/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়