ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাকিবদের ২-০-র মন্তব্যে বিস্মিত স্মিথ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ২৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিবদের ২-০-র মন্তব্যে বিস্মিত স্মিথ

স্টিভ স্মিথ (ফাইল ছবি)

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পা রাখার আগেই চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, হোয়াইটওয়াশ করতে চান অস্ট্রেলিয়াকে। সাকিব আল হাসান আর তামিম ইকবালও মনে করছেন, ২-০ ব্যবধানে সিরিজ জেতা সম্ভব। বাংলাদেশের কোচ ও খেলোয়াড়দের এমন মন্তব্যে খানিকটা বিস্মিত হয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ।

২০০৬ সালের পর প্রথমবারের মতো টেস্টে খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। বহুল প্রতীক্ষিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে রোববার ঢাকায়।

সাকিবদের ২-০-র লক্ষ্য নিয়ে শনিবার মিরপুরে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্মিথ বলেছেন, ‘তারা বেশ আত্মবিশ্বাসী, তাই না? আমি জানি, বাংলাদেশ তাদের ১০০ টেস্টের মধ্যে মাত্র ৯টি জিতেছে। এটি তাদের অতি আত্মবিশ্বাসী ভবিষ্যৎবাণী। তবে অবশ্যই নিজেদের সামর্থ্য নিয়ে এই মুহূর্তে তারা বেশ আত্মবিশ্বাসী। তারা দেশের মাটিতে খেলছে। বেশিরভাগ দল দেশের মাটিতে ভালো খেলে। বাংলাদেশ দেশের মাটিতে ভালো খেলেছে। এটা আমাদের জন্য তাই শক্ত চ্যালেঞ্জ হতে যাচ্ছে। হ্যাঁ, তাদের মন্তব্য আমাকে একটু বিস্মিত করেছে।’

এশিয়ায় অস্ট্রেলিয়ার টেস্ট রেকর্ড মোটেই ভালো নয়। সর্বশেষ ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজটা ২-১ ব্যবধানে হেরেছিল অসিরা। বাংলাদেশে আসার আগেই স্মিথ বলেছিলেন, সিরিজটা তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। একই কথা বললেন আজ আরেকবার। সব মিলিয়ে বেশ উত্তেজনাপূর্ণ একটা সিরিজ হবে বলে মনে করছেন অসি অধিনায়ক।

‘আমার মনে হয়, এটা দারুণ একটা সিরিজ হবে। ভারতে আমরা কী শিখলাম, সেটা দেখার ভালো সুযোগ এই সিরিজ। উইকেট দেখে মনে হয়েছে, আমরা ভারতে যে উইকেট পেয়েছিলাম; অনেকটা তেমনই হবে। আশা করি, ভারত সিরিজ থেকে আমরা শিখতে পারব। কোনো সন্দেহ নেই, এটা দারুণ উত্তেজনাপূর্ণ একটা সিরিজ হবে’- বলেছেন স্মিথ।



রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়