ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জলমহালে বাঁধ দেওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জলমহালে বাঁধ দেওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলী উপজেলায় জলমহালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় গ্রামবাসীর সঙ্গে ইজারাদারদের সংঘর্ষ হয়। আহতরা হলেন, দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দা গ্রামের পছন্দ আলীর ছেলে বাচ্চু মিয়া (৪৫), একই ইউনিয়নের আহসানপুর গ্রামের হোসেন আলীর ছেলে এরুক মিয়া (২৫), বড়কান্দা গ্রামের রেন্টু মিয়ার ছেলে রাব্বিল (১৫), নোয়াপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আবদুল বারি (৪৫), একই গ্রামের নজরুল হকের ছেলে নাজমুল হক (২৩) ও আব্দুর রহমানের ছেলে মেনু মিয়া (৪০)।

এলাকাবাসী জানায়, ছাকিদেয়ার জলমহালের ইজারা নিয়ে দীর্ঘ দিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইজারাদারদের বিরোধ চলছে। মতি মিয়ার লোকজন তিন বছর মেয়াদে ৪৮ একর জলমহাল ইজারা নিলেও তারা আশপাশের লোকজনের শতাধিক একর জমিতে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এ নিয়ে সংঘর্ষে দুই বছর আগে সাদেক মিয়া নামে এক কৃষক নিহত হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নোয়াপাড়া এলাকায় ৪৮ একর আয়তনের ছাকিদেয়ার বিল লিজ নিয়ে মাছ চাষ করছেন ইজারাদার মতি মিয়ার লোকজন। নোয়াপাড়া এলাকায় জলমহালের বাইরে কৃষকদের জমিতে বাঁধ দিতে গেলে গ্রামবাসী ইজারাদারদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ইজারাদারদের বন্দুকের গুলিতে ছয় গ্রামবাসী আহত হয়।

তিনি জানান, আহতদের মধ্যে নাজমুলের অবস্থা গুরুতর। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।




রাইজিংবিডি/কিশোরগঞ্জ/২ নভেম্বর ২০১৭/রুমন চক্রবর্তী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়