ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তুরস্কের সাংবাদিকদের কারাদণ্ড দিয়েছে মিয়ানমার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তুরস্কের সাংবাদিকদের কারাদণ্ড দিয়েছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের পার্লামেন্ট ভবনের কাছে ড্রোন ওড়ানোর অভিযোগে তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলের ‍দুই সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার ওই দুই সাংবাদিক ও তাদের স্থানীয় দুই সহযোগীকে দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিঙ্গাপুরের নাগরিক লাউ হন মেং, মালয়েশিয়ার নাগরিক মক চোই লিন, মিয়ানমারের সাংবাদিক অং নাইং সোয়ে এবং তাদের গাড়ি চালক হ্লা তিন। তারা তুর্কি টেলিভিশন চ্যানেল টিআরটির হয়ে কাজ করতো। গত মাসে নাইপিডুতে ড্রোন ব্যবহার করে পার্লামেন্ট ভবনের ভিডিও করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাংবাদিকরা জানিয়েছেন, তারা পার্লামেন্টের এক এমপির সাক্ষাৎকার নিয়েছিলেন। ওই প্রামাণ্যচিত্রে সংযোজন করার জন্য তারা পার্লামেন্ট ভবনের ভিডিও করছিলেন।   

সাংবাদিকদের আইনজীবী খিন মাউং জ রায়ের বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘দণ্ডের খবর পাওয়ার পর তারা বিস্মিত হয়েছেন

তুর্কি টেলিভিশন চ্যানেল টিআরটি জানিয়েছে, ড্রোনের বিষয়টি মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়কে সাংবাদিকরা জানিয়েছিলেন। এরপরেও তাদেরকে গ্রেপ্তার করা হয়।    

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানামারের সঙ্গে তুরস্কের সম্পর্কের টানপোড়েন চলছে। মিয়ানমারের আদালত এই সময়েই তুর্কি সাংবাদিকদের বিরুদ্ধে এ রায় প্রদান করলো।



রাইংজিংবিডি/ঢাকা/১০ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়