ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিরিয়ার ঘটনা আমার হৃদয় ক্ষতবিক্ষত করেছে : অপু

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়ার ঘটনা আমার হৃদয় ক্ষতবিক্ষত করেছে : অপু

বিনোদন প্রতিবেদক : সিরিয়া যুদ্ধ নিয়ে মর্মাহত অনেকেই। বিশেষ করে শিশুদের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে অনেকেই মুখ খুলেছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদও করছেন। চুপ থাকেননি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিরিয়ায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় সিরিয়ার নিপীড়িত শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অপু।

ভিডিও পোস্ট করে তিনি লিখেন, ‘আমরা সব অশান্তির নিরসন চাই/ আমরা সবসময় মানবতার গান গাই।’

ভিডিও বার্তায় অপু বলেন, ‘এই ভিডিওটি সিরিয়ায় বসবাসরত শিশুদের উদ্দেশ্যে। আমরা জানি যে, তোমরা অনেক নির্যাতিত হচ্ছো। আমি একজন মা। একজন চলচ্চিত্রশিল্পী। জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি অবিরাম। আমার মতে, তোমরাই সত্যিকারের যোদ্ধা। আশা হারিয়ো না। পুরো বিশ্ব তোমাদের সাথে আছে। আমরাও তোমাদের সাথে আছি। আমিও তোমাদের সাথে আছি।’

এ ছাড়া অপু বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন- ‘যুদ্ধের সাথে আমরা সবাই পরিচিত। আমরা ছোটবেলা থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিয়ে যুদ্ধ করেছি, পরে ক্যারিয়ার নিয়ে যুদ্ধ চালিয়েছি। সংসার থেকে শুরু করে কম বেশি সকল ক্ষেত্রেই যুদ্ধ করেছি। চলচ্চিত্র, সংসারসহ জীবনের অনেকটা সময় যুদ্ধ করতে হয়েছে আমাকে এবং সেই যুদ্ধকে মেনেও নিয়েছি। কিন্তু সিরিয়ায় যে যুদ্ধ চলছে, তা আমি কেন পৃথিবীর কেউ মেনে নিবে না এবং নিচ্ছেও না আশা করি। সিরিয়ার যুদ্ধে যেভাবে শিশুদের উপর অত্যাচার চালানো হচ্ছে এবং তাদের হত্যা করা হচ্ছে তা আমার হৃদয়কে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে চলেছে। কারণ আমিও একজন মা। পৃথিবীর প্রতিটি শিশুই আমার কাছে সন্তানের মতো। তাই আমি কামনা করি দ্রুতই এই যুদ্ধ, শিশু হত্যা ও তাদের উপর অত্যাচার বন্ধ হোক। শিশুদের জন্য পৃথিবীর প্রতিটি স্থানই হোক নিরাপদ স্থান।’

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ  ‘রাজনীতি’ নামের সিনেমাটি গত বছরের ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পায়। বুলবুল বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেন শাকিব খান।



রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়