ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘আমরা পরিবেশবান্ধব উন্নয়ন চাই’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমরা পরিবেশবান্ধব উন্নয়ন চাই’

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, আমরা পরিবেশবান্ধব উন্নয়ন চাই। যে উন্নয়ন কৃষি, পরিবেশ ও মানুষের ক্ষতি করে তা কখনই টেকসই হয় না।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটার কিপারস বাংলাদেশ যৌথভাবে আয়োজিত ‘দক্ষিণ বাংলায় শিল্পায়ন : নাগরিক ভাবনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আবুল মকসুদ বলেন, আমরা কৃষিকে ধ্বংস করে কোনো উন্নয়ন চাই না। যারাই এ দেশে উন্নয়ন করতে চায়, তারা কখনোই পরিবেশকে গুরুত্ব দেয় না।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, যেকোনো উন্নয়ন টেকসই বা ধরে রাখতে হলে তা অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে। পরিবেশকে ঠিক না রেখে উন্নয়ন রক্ষা করা যাবে না।

বাপার সহ-সভাপতি রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, ওয়াটার কিপারস বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৮/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়