ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিন সিটিতে একপেশে নির্বাচনের ডিজাইন হচ্ছে : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ২৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন সিটিতে একপেশে নির্বাচনের ডিজাইন হচ্ছে : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বরিশাল, রাজশাহী আর সিলেট সিটি করপোরেশন নির্বাচন একপেশে করতে ‘সরকারের নির্দেশে’ নির্বাচন কমিশন ‘নকশা করছে’ বলে অভিযোগ করেছে বিএনপি।

নিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই অভিযোগ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আগামী তিন সিটি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন মহল একটা ধুলিঝড়ের সৃষ্টি করে মূলত খারাপ কোনো চক্রান্তে মেতে আছে। আসলে ক্ষমতাসীন গোষ্ঠী সাধারণ ভোটারদের অধিকার ফিরে পাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করে, সেজন্য তারা ভোট সন্ত্রাস ও ভোট কারচুপির নতুন নতুন মডেল আবিষ্কার করে যাচ্ছে।’

‘তিন সিটি নির্বাচনে বিরোধী দলের ভোটার ও পোলিং এজেন্ট শুন্য করার এক অভিনব কৌশল অবলম্বন করেছে। সরকারের নির্দেশে তিন সিটি করপোরেশনে একপেশে নির্বাচন করার ডিজাইনারের কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন।’

প্রচারণা শুরুর পর থেকেই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে ‘আগ্রাসী আক্রমণ চালাচ্ছে’ বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিরোধী নেতা-কর্মী ও সমর্থকদের তালিকা ধরে গ্রেপ্তার অব্যাহত আছে। অবিরাম পুলিশী হয়রানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের অসহায় পরিবার। তাদের নামে মামলা না থাকলেও পেন্ডিং মামলায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে। আর নিবাচন নিয়ে এতো অনাচারের পরেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন।’

হয়রানি বন্ধ করে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন রুহুল কবির রিজভী।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জুলাই ২০১৮/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়