ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৯

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ২০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বের একটি গ্রামে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

দেশটির বোর্নো রাজ্যের মেইলারি গ্রামে শনিবার রাতে এ হামলা হয়।

হামলা থেকে বেঁচে যাওয়া এক প্রত্যক্ষদর্শী ১৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি জানান, জঙ্গিরা গ্রামে হামলা চালিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে ধ্বংসযজ্ঞ ও লুটতরাজ চালায়।

বোর্নো রাজ্যে এর আগেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে বোকো হারাম।

স্থানীয় মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো সংবাদ সংস্থা এএফপিকে জানান, বোকো হারামের জঙ্গিরা শনিবার রাতে ট্রাকে করে এসে গুলি ও রকেটচালিত গ্রেনেড হামলা চালায়।

তিনি বলেন, ‘গণ্ডগোলের মধ্যে বোকো হারাম কয়েকজনকে আটক করে গলা কেটে হত্যা করে। তারা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। রোববার সকালে পুড়ে যাওয়া বাড়িঘরে ফিরে এসে লোকজন নিহতদের লাশ দেখতে পায়।’

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়