ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : পাচারকারী চক্রের কাছ থেকে বিভিন্ন দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় মো. মনিরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর  রহমান রাইজিংবিডিকে বলেন, ‘রোববার রাতে বসুন্ধরা এলাকা থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সে প্রত্নসম্পদ পাচারকারী চক্রের অন্যতম সদস্য।’

 



পুলিশ জানায়, মনিরুল ইসলামের কাছ থেকে ১০টি বিভিন্ন ধরনের কষ্টি ও বেলে পাথরের মূর্তি, ধাতব মুদ্রা ১৮টি, প্রাচীন তাম্রলিপি একটি এবং কয়েকটি বিভিন্ন প্রকারের অতি প্রাচীন স্মারক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি প্রত্ননিদর্শনই দেশের ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সম্পদ। এর মধ্যে কিছু কিছু নিদর্শন অত্যন্ত দুর্লভও। মনিরুল এসব প্রত্নসম্পদ দেশের বিভিন্ন জায়গা থেকে এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করে বিদেশে পাচার করে। এ বিষয়ে ভাটারা থানায় মামলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়