ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিডনি টেস্টে নেই রোহিত শর্মা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিডনি টেস্টে নেই রোহিত শর্মা

ক্রীড়া ডেস্ক : সিরিজ নির্ধারণী শেষ টেস্টে রোহিত শর্মাকে পাবে না টিম ইন্ডিয়া।

বাবা হয়েছেন রোহিত শর্মা। ভারতীয় এ ওপেনারের স্ত্রী রীতিকা সাজদে রোববার মুম্বাইয়ে কন্যান্তানের জন্ম দিয়েছেন।

মেলবোর্ন টেস্ট জয়ের পরপরই রোহিত শর্মার দেশের বিমান ধরেছেন। ৩ জানুয়ারি শুরু হবে সিডনি টেস্ট। এর আগে ভারতীয় শিবিরে তার যোগ দেওয়ার সম্ভাবনা নেই। বিসিসিআই বিষয়টি নিশ্চিত করেছে।

তবে ওয়ানডে সিরিজের শুরু থেকেই দলের সঙ্গে থাকবেন রোহিত। ৮ জানুয়ারি অস্ট্রেলিয়ায় ফিরবেন রোহিত। টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি ওয়ানডে খেলবে ভারত।

অ্যাডিলেডে প্রথম টেস্ট খেললেও কাঁধের ইনজুরিতে দ্বিতীয় টেস্টে বসে ছিলেন রোহিত। মেলবোর্নে ফিরে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৬৩ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ৫ রানের বেশি করতে পারেননি ছয়ে ব্যাটিং করা এ ব্যাটসম্যান।

২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিডনিতে মাঠে নামবে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে কখনো টেস্ট সিরিজ জিতেনি ভারত। এবার বিরাট কোহলিদের সামনে ইতিহাস গড়ার হাতছানি।

গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিতের পরিবর্তে ছয়ে কে ব্যাটিং করবে তা এখনও জানায়নি ভারত। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, পেস অলাউন্ডার হার্দিক পান্ডিয়াকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজম্যান্ট। আবার রবীচন্দ্রন অশ্বীন ফিট হলে তাকেও খেলাতে পারে দল।



রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়