ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুনরায় সংসদ নেতা শেখ হাসিনা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুনরায় সংসদ নেতা শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পুনরায় সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হন তিনি।

জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় দলের এ সভা অনুষ্ঠিত হয়। এর ফলে টানা তৃতীয়বারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা।

এ বিষয়ে সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, ‘আমরা সংসদ সদস্যরা বিপুলভোটে সর্বসম্মতিক্রমে নেত্রীকে সংসদীয় দলের সভাপতি হিসেবে নির্বাচিত করেছি। সংসদ নেতা হিসেবে উনি অত্যন্ত সফল।’

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ ভবনে আওয়ামী লীগের এমপিরা শেখ হাসিনার নেতৃত্বে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ শপথ নেন। এরপর সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক বসে।

নিয়মানুযায়ী এমপিদের গেজেট হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতির কাছে মন্ত্রিসভা গঠনের অনুমতি চাইবেন। রাষ্ট্রপতি অনুমতি দিলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মন্ত্রিসভা গঠন করবেন।

বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন তিনি।
 


এর আগে ২০০৯ সালে নবম সংসদ ও ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলে শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ সালে সপ্তম সংসদেও সংসদ নেতা ছিলেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে  ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঘোষিত ২৯৮ আসনের মধ্যে মহাজোট পেয়েছে ২৮৮ আসন। এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে ২৫৭ আসন পেয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৯/আসাদ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়