ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লায় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশ একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, বুধবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল রতনপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি’র ওসি নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে।

পুলিশ সুপার আরও জানান, গত ৪ ডিসেম্বর জেলার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চৌকরী পূর্বপাড়া গ্রামের কাজী অহিদুর রহমানের বাড়িতে ওই ডাকাতরা গৃহকর্তাসহ সাতজনকে কুপিয়ে আহত করে এবং ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ ছাড়া সংঘবদ্ধ এ ডাকাত দলটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল আহসান, সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আম্বিয়া মাহমুদ, সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/কুমিল্লা/১০ জানুয়ারি ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়