ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শহীদ মুশতাক একাদশের জয়

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শহীদ মুশতাক একাদশের জয়

ক্রীড়া প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয় প্রদর্শনী ম্যাচ। যে ম্যাচে বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তীরা মুক্তিযুদ্ধে শহীদ হওয়া দুই ক্রিকেটার শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুশতাক আহমেদ একাদশের হয়ে মাঠে নামেন।

টি-টোয়েন্টি এই ম্যাচে শহীদ মুশতাক একাদশ ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে শহীদ জুয়েল একাদশকে।

শহীদ জুয়েল একাদশ প্রথমে ব্যাট করনে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শহীদ মুশতাক একাদশ।


ব্যাট হাতে শহীদ মুশতাক একাদশের মিনহাজুল আবেদীন নান্নু অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। নাঈমুর রহমান দুর্জয় খেলেন ৩৮ রানের ইনিংস। ১৪ রান করেন হাবিবুল বাশার। বল হাতে শহীদ জুয়েল একাদশের এনামুল হক (১/১৩), নিয়ামুর রশিদ (১/১৯) ও আমিনুল ইসলাম (১/২০) ১টি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে শহীদ জুয়েল একাদশের হয়ে আমিনুল ইসলাম বুলবুল অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন। মেহরাব হোসেন খেলেন ২৮ রানের ইনিংস। ২৭টি রান করেন হাসানুজ্জামান। বল হাতে শহীদ মুশতাক একাদশের মোহাম্মদ রফিক (১/১৩), সাইফুল ইসলাম (১/১৮) ও নাইমুর রহমান (১/২৫) ১টি করে উইকেট নেন।

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়