ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাল ঠাকরের শেষকৃত্য, মুম্বাইয়ে কঠোর নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাল ঠাকরের শেষকৃত্য, মুম্বাইয়ে কঠোর নিরাপত্তা

রাইজিংবিডি২৪.কম:

 শিবসেনা প্রধান বাল কেশব ঠাকরের শেষকৃত্য উপলক্ষ্যে মুম্বাইয়ে সম্ভাব্য অস্থিতিশীলতার আশঙ্কায় মহারাষ্ট্র সরকার নগরজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। মুম্বাইয়ের বিভিন্ন সড়কে মোতায়েন করা হয়েছে ৪৮ হাজার পুলিশ সদস্য।

নিরাপত্তাব্যবস্থার প্রথম স্তরে দায়িত্ব পালন করবে মুম্বাই পুলিশ। দ্বিতীয় স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবে র‌্যাপিড অ্যাকশন ফোর্স। আর তৃতীয় স্তরে থাকবে শিব সেনার স্বেচ্ছাসেবকরা।

মুম্বাইয়ের রাস্তায় কোনো অটোরিকশা ও ট্যাক্সি চলতে দেওয়া হচ্ছে না। শেষকৃত্যে অংশগ্রহণকারীদের সুবিধার্থে রাস্তায় বাড়তি বাস নামনো হয়েছে।

মুম্বাই পুলিশ নাগরিকদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেন। মুম্বাই পুলিশ কমিশনার সত্যপাল সিং বলেন, ‌“আমি সবাইকে শান্ত থাকার ও আইনশৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”

বাল ঠাকরের শবযাত্রা রোববার সকালে তার বাসভবনের সামনে শুরু হবে। শেষকৃত্য সম্পন্ন হবে এদিনই বিকেলে।

টানা দুই সপ্তাহ চিকি‍ৎসাধীন থাকার পর মহারাষ্ট্রের মাতশ্রীতে নিজ বাসভবনে শনিবার বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাল ঠাকরে।

বাল ঠাকরে কট্টর হিন্দুত্ববাদী ছিলেন। ১৯৯৩ সালে মুম্বাইয়ে মুসলিমবিরোধী সহিংসতা উস্কে দেওয়ার জন্য তাকে দায়ী করা হয়। হিন্দু-মুসলিমদের ওই দাঙ্গায় নয় শতাধিক মানুষ নিহত হয়। রাজনীতিতে আসার আগে তিনি কার্টুনিস্ট ছিলেন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়