ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুস্তাফিজের প্রশংসা করে যা বললেন ওয়ার্নার

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২৩ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুস্তাফিজের প্রশংসা করে যা বললেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদ বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত।

 

কাটার মাস্টারের বল বোঝার সাধ্য কারো নেই। কিন্তু তার ভাষা বোঝার চেষ্টা করছেন অনেকে। আর সে কারণে বাংলা শিখছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কোচ টম মুডি ও টিম মেন্টর ভিভিএস লক্ষ্মণ।

 

শনিবার আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। বল হাতে এদিনও ভেলকি দেখান বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। চার-ছক্কার ধুন্ধুমার আসরে এ দিনও তিনি করেছেন সবচেয়ে কিপটে বোলিং।

 

৪ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার ২৪ বলে প্রতিপক্ষের কোনো ব্যাটসম্যান বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি হাঁকাতে পারেননি। তাইতো ম্যাচসেরার পুরস্কার তার হাতেই উঠেছে।

 

ম্যাচ শেষে তারকা এই বোলারের প্রশংসা করতে কার্পণ্য করেননি সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

 

তিনি বলেন, ‘আমি খুবই খুশি। ছেলেরা আজ অসাধারণ বল করে কিংস ইলেভেন পাঞ্জাবকে অল্প রানের মধ্যে বেঁধে রেখেছে। এরপর আমি ও ধাওয়ান চেষ্টা করেছি ভালো ব্যাট করার। আমাদের মুস্তাফিজুর রহমান বিশেষ কিছু। বিশেষ প্রতিভা। তাকে পেয়ে বাংলাদেশ বেশ এগিয়ে রয়েছে। বল করার সময় গতির পরিবর্তন ও সেগুলোর সার্থক ব্যবহার অসাধারণ।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৬/আমিনুল/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়