ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ট্রাম্পের বিরুদ্ধে লাখো নারী প্রতিবাদী পদযাত্রা করবে

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ১২ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের বিরুদ্ধে লাখো নারী প্রতিবাদী পদযাত্রা করবে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরদিন ওয়াশিংটন ডিসিতে লাখো নারী প্রতিবাদী পদযাত্রা করবেন।

তাদের আশঙ্কা, ট্রাম্পের শাসনামলে নারীদের অনেক অধিকার প্রত্যাহার করা হবে অথবা ধ্বংস করা হবে।

পদযাত্রার সংগঠকরা শুক্রবার এ তথ্য জানিয়েছে বলে হাফিংটন পোস্ট অনলাইনের এক খবরে বলা হয়েছে।

ফেসবুকে ‘মিলিয়ন উইমেন মার্চ’ নামে একটি ইভেন্ট খোলা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় এতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ। এ ইভেন্টের নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন বব ব্লান্ড এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের নারী বিদ্বেষী যে আচরণের প্রকাশ ঘটেছে, এর প্রতিক্রিয়ায় এ পদযাত্রা আয়োজন করা হচ্ছে- থমসন রয়টার্স ফাউনডেশনকে ব্লান্ড এ কথা বলেছেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি একজন নারী গণমাধ্যমকর্মীকে হেনস্তা করেছেন, যিনি ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষের সমর্থক। অনেক নারীকে তাদের রূপের বিচারে অবজ্ঞা করেছেন ট্রাম্প।
 

 

 


রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৫/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়