ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে বড় ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে বড় ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জেলার হাটহাজারী উপজেলায় পুকুরের মাছ ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে বড় ভাই নুরুল আবছারকে হত্যার দায়ে ছোট ভাই মোতাহের হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ নজরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। আসামি বর্তমানে কারাগারে রয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুদ্দৌলা চৌধুরী রায়ের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ২০১১ সালের ২৫ অক্টোবর হাটহাজারী সদর ইউনিয়নের আলীপুর চাঁদগাজী চৌধুরী বাড়ি এলাকায় পারিবারিক পুকুরের মাছ ভাগ ভাটোয়ারাকে কেন্দ্র করে বড় ভাই নুরুল আবছারকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেন ছোট ভাই মোতাহের হোসেন।

এই ঘটনায় নুরুল আবছারের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে হাটহাজারী থানায় মোতাহের হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। শুনানি ও ১৫ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৩ অক্টোবর ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়