ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নির্বাচন কমিশন গঠন করল বিসিবি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন কমিশন গঠন করল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ সদস্যের এই কমিশনে প্রধান হিসেবে আছেন ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলাম মিয়া। এ ছাড়া আরো চার সদস্যের মধ্যে আছেন অ্যাটর্নি জেনারেল অফিসের একজন প্রতিনিধি, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একজন, ব্যারিস্টার ফাহিমুল হক (আইন পরামর্শক) ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি এই নির্বাচনের যাবতীয় দাপ্তরিক কর্মকাণ্ড সম্পাদন করবেন।

আজ (বৃহস্পতিবার) বিসিবি জরুরি বোর্ড মিটিং ডেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। রাতে ই-মেইল বার্তায় নির্বাচন কমিশনের সদস্যের নাম পাঠায় বিসিবি।



রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়