ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বই মেলায় ‘মহিমান্বিত আনারস’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৩, ১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বই মেলায় ‘মহিমান্বিত আনারস’

ডেস্ক রিপোর্ট: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে গোলাম রাব্বানীর প্রথম গল্পগ্রন্থ ‘মহিমান্বিত আনারস’। বইটি প্রকাশ করছে চৈতন্য প্রকাশনী (স্টল ৬০৪-৬০৫)।প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিক।বইটিতে দশটি ভিন্ন স্বাদের ছোটগল্প স্থান পেয়েছে।

বইটি সম্পর্কে গোলাম রাব্বানী বলেন, ‘গল্পগুলো লেখা দশ বারো বছর আগে। গত পাঁচ বছর ধরে বইটি প্রকাশের প্রস্তুতি নিয়েও করা হচ্ছিল না। বেশ কয়েকবার ছাপাখানা থেকেও বইটি ফেরত এনেছি।সাত থেকে আটটা প্রচ্ছদ করিয়েছি।কিন্তু মন মতো হচ্ছিলো না। অবশেষে বইটা বাজারে আসছে এটাই বড় কথা।গল্পগুলো খুব আলাদা তা বলবো না।তবে আমার গল্পের চরিত্ররা সমাজের দেখা মানুষ থেকে আলাদা।’  

এর আগে এই লেখকের  তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৮/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়