ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটনের অফারে মোটরসাইকেল পেয়ে মহাখুশি মুক্তিযোদ্ধা মহসিন

জাকির হুসাইন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের অফারে মোটরসাইকেল পেয়ে মহাখুশি মুক্তিযোদ্ধা মহসিন

জি এম মহসিন রেজার হাতে ওয়ালটনের লাখ টাকায় কেনা মোটরসাইকেল তুলে দেওয়া হচ্ছে

জাকির হুসাইন : জি এম মহসিন রেজা। একজন মুক্তিযোদ্ধা। ছোটবেলা থেকেই লটারি কিনতেন। কিন্তু কখনো পুরস্কার পাননি। অথচ পুরস্কারের আশা না করেও প্রয়োজনে কেনা ওয়ালটন এলইডি টেলিভিশনে পূরণ হলো তার বহুদিনের আশা। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে তিনি পেয়েছেন এক লাখ টাকার ক্যাশ ভাউচার। মহাখুশি মহসিন সেই টাকায় কিনেছেন ওয়ালটন মোটরসাইকেল।

জি এম মহসিন রেজার সঙ্গে কথা বলে জানা গেছে, তার বাড়ি লক্ষীপুরের রায়পুর থানায়। তবে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। বর্তমানে রাজধানীর লালবাগ থানার আজিমপুরে স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে বসবাস করছেন।

তিনি বলেন, ‘বেশ কয়েক বছর আগে জানতে পারি ওয়ালটন আমাদের দেশের কোম্পানি। এটা জেনে আমার খুব গর্ব হচ্ছে। যে কারণে দেশকে স্বাধীন করেছি, তার সুফল আমাদের দেশবাসী পাচ্ছে। ওয়ালটন যেসব পণ্য উৎপাদন করছে তা সহজলভ্য কোনো জিনিস নয়। এ ধরনের কোম্পানি করতে অনেক অনেক টাকা বিনিয়োগ লাগে। ওয়ালটন সেটা করেছে। তাদের কারণেই এখন দেশের মানুষ খুব কম দামে দামি পণ্য ব্যবহার করতে পারছে। শহর থেকে গ্রাম সর্বত্রই ওয়ালটন ফ্রিজ পৌঁছে গেছে।’

জি এম মহসিন রেজা বলেন, ‘ওয়ালটন কোম্পানির প্রতিটি পণ্য অনেক ভালো। বিশেষ করে ফ্রিজের কোনো তুলনা নাই। প্রায় সাত বছর ধরে এই কোম্পানির ফ্রিজ ব্যবহার করে আসছি। ভালো সার্ভিস পাচ্ছি। ফ্রিজ ব্যবহার করার অভিজ্ঞতা থেকে ওয়ালটনের অন্যান্য পণ্যও ব্যবহার শুরু করি। সম্প্রতি বাসায় একটি টিভির খুব দরকার ছিল। দ্বিতীয় চিন্তা না করেই টিভির জন্য ওয়ালটন প্লাজায় যাওয়া স্থির করি।’

তিনি বলেন, ‘টিভি কেনার উদ্দেশ্যে গত ১৯ ফেব্রুয়ারি আজিমপুর ওয়ালটন প্লাজায় যাই। সেখান থেকে ১৫ হাজার ৯৫০ টাকা দিয়ে ২৮ ইঞ্চি সাইজের এলইডি টিভিটি কিনি। এরপর ওয়ালটনের ঘোষিত অফারে অংশ নিতে নিয়ম অনুযায়ী মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করি। কিছুক্ষণের মধ্যেই একটি মেসেজ আসে আমার মোবাইলে। সেটা ওপেন করি দেখি আমি এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছি।’

তিনি বলেন, ‘ছোটবেলা থেকে খুব সাহসী ছিলাম। তাই ভয়কে সবসময় জয় করেছি। এই সাহস দিয়েই দেশকে স্বাধীনও করেছি। ছোট থেকেই লটারি ধরা খুব শখ ছিল। কিন্তু কোনো দিন কোনো পুরস্কার পাইনি। অথচ আজ ওয়ালটন টিভি কিনে এমন বড় পুরস্কার পেলাম। মাত্র ১৬ হাজার টাকার টিভিতে এক লাখ টাকা পুরস্কার। আমার বয়সে এমন খবর শুনিনি। পুরস্কার পাওয়ার সংবাদ শুনে আমার যে কী ভালো লেগেছিল, তা বলে বুঝানো যাবে না। জীবনের অন্যতম সেরা খবর। আমি মহাখুশি।’

ওয়ালটন পণ্যের দাম, মান ও গুণাগুণ সম্পর্কে তিনি বলেন, ‘ওয়ালটন পণ্য খুবই ভালো। অনেক দিন ধরে ব্যবহার করছি। কোনো সমস্যা হয়নি। আমার পরিচিত অনেকেই ওয়ালটন পণ্য ব্যবহার করে। সবাই ওয়ালটন পণ্য ভালো বলে জানিয়েছে। ক্যাশ ভাউচার দেওয়ার এ ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।’

উল্লেখ্য, ক্রেতাদের দোরগোড়ায় অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করে ওয়ালটন। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে প্রতিদিন দেওয়া হয় নিশ্চিত ক্যাশ ভাউচার।

অফার চলাকালীন ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে ১০ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন ক্রেতারা। পাঁচ মাসব্যাপী চলা এ অফার শেষ হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি।



রাইজিংবিডি/ঢাকা/৩ মার্চ ২০১৮/অগাস্টিন সুজন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়