ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ওয়ালটন ফ্রিজ কিনে সঙ্গে টিভি নিয়ে ফিরলাম’

ইফতেখার আহমেদ নিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ২২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ওয়ালটন ফ্রিজ কিনে সঙ্গে টিভি নিয়ে ফিরলাম’

ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া টিভি নিতে মেয়েকে নিয়ে ওয়ালটন প্লাজায় মো. সোহেল রানা

ইফতেখার আহমেদ নিপু : ‘রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। তীব্র গরমে বাড়ি ফিরে একটু ঠান্ডা পানি খেয়ে প্রাণটা জুড়াতে ইচ্ছা করে। তাই অনেক কষ্টের জমানো কিছু টাকা দিয়ে ওয়ালটনের একটি ফ্রিজ কিনি। কপালগুণে তার সঙ্গে ফ্রি পাই একটা এলইডি টিভি। ফ্রিজের সঙ্গে টিভি নিয়ে ফিরতে পেরে আমি ও আমার স্ত্রী মহাখুশি।’

কথাগুলো বলছিলেন বাগেরহাট জেলার হাড়িখালী গ্রামের মো. সোহেল রানা। পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক। স্ত্রী ও এক মেয়ে নিয়ে তিন সদস্যের পরিবার তার।

মো. সোহেল রানা জানান তার ঘরে কোনো টেলিভিশন ছিল না। ভেবেছিলেন আগে ফ্রিজ কিনে পরে টাকা জমিয়ে টিভি কিনবেন। কিন্তু এখন ফ্রিজের সঙ্গে টিভি ফ্রি পাওয়ায় তাদের দুটি ইচ্ছাই পূরণ হয়েছে।

ওয়ালটনের ফ্রিজ কেনা প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘এ বছর অনেক গরম পড়ছে। আমি সারা দিন বাইরে রোদে পুড়ে রাজমিস্ত্রির কাজ করি। সারা দিনের ক্লান্তি শেষে বাসায় আসার পর একটু ঠান্ডা পানি খেতে ইচ্ছে করত। কিন্তু ইচ্ছে করলেই তা পূরণ হয় না। কারণ আমায় বাসায় কোনো ফ্রিজ ছিল না। তাই নিজের কষ্টের জমানো টাকা দিয়ে ওয়ালটনের একটা ফ্রিজ কেনার চিন্তা করি। সে অনুযায়ী গত ১৭ জুলাই আমি আর আমার স্ত্রী চলে যাই বাগেরহাটের হাড়িখালী এলাকার ওয়ালটন প্লাজায়। সেখানে গিয়ে ঘুরে ঘুরে দেখে  পছন্দ করে ২৫ হাজার ৬০০ টাকা দিয়ে সাড়ে ১২ সিএফটি একটা ফ্রিজ কিনি।’

তিনি বলেন, ‘ফ্রিজটা কেনার পর প্লাজা ম্যানেজার ডিজিটাল ক্যাম্পেইন এর আওতায় আমার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে বলেন। রেজিস্ট্রেশন করার পর পরই আমার মোবাইলে ২০ ইঞ্চি এলইডি বুম বক্স টিভি পাওয়ার মেসেজ আসে। আমি তো নিজেই ব্যাপারটা বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। পরে ম্যানেজারের কথায় বিশ্বাস করি।’

সোহেল রানা বলেন, ‘উপহার পেতে কার না ভালো লাগে বলেন। কিন্তু একটি ফ্রিজ কিনে সঙ্গে টিভি উপহার পাব, এটা কখনো ভাবিনি। উপহার পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এলাকার সবাই বলছেন আমার নাকি রাশি অনেক ভালো।’

ওয়ালটন ফ্রিজ কেনার কারণ জানতে চাইলে সোহেল রানা বলেন, ‘আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই ওয়ালটনের পণ্য ব্যবহার করে। সব সময় ওয়ালটনের গুণগান শুনেছি সবার কাছে। ভালো বলেই তো সবাই এর কথা বলছে। ওয়ালটনের পণ্য দামে সাশ্রয়ী। আবার কিস্তিতেও কেনার সুযোগ আছে। তাই আর সাত পাঁচ না ভেবে ওয়ালটনের ফ্রিজ কিনলাম।’

ওয়ালটন সূত্রে জানা গেছে ‘ঈদের খুশি জমবে ভারি, নতুন গাড়ির ছড়াছড়ি’ স্লোগান নিয়ে ১ জুলাই থেকে শুরু হয়েছে ‘ঈদ মেগা ডিজিটাল ক্যাম্পেইন’। এর আওতায় ওয়ালটন টিভি, ফ্রিজ কিংবা এসি কিনে রেজিস্ট্রেশন করে ক্রেতারা পাচ্ছেন নতুন গাড়ি। রয়েছে ফ্রিজ, টিভি, এসিও। এসব ছাড়াও আছে নিশ্চিত ক্যাশ ব্যাকের সুযোগ। এই সুবিধা থাকছে কোরবানির ঈদ পর্যন্ত। 



রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/অগাস্টিন সুজন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়