ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘বাবার শখ পূরণে ওয়ালটন ফ্রিজ কিনে টিভি ফ্রি পেলাম’

মিনহাজুল আবেদীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২২, ৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাবার শখ পূরণে ওয়ালটন ফ্রিজ কিনে টিভি ফ্রি পেলাম’

ওয়ালটন ফ্রিজ কিনে ফ্রি টিভি পেয়ে দারুণ খুশি আব্দুর রাজ্জাক

মিনহাজুল আবেদীন : ‘বাবার দীর্ঘদিনের শখ পূরণে একটি ফ্রিজ কিনি। কি আশ্চর্য! ওয়ালটন থেকে কেনা সেই ফ্রিজে পেলাম আরেকটি টিভি ফ্রি। এতদিন জানতাম বিভিন্ন কোম্পানি মাঝে মাঝে যেসব লোভনীয় অফার দেয়, তার সবই ভুয়া। কিন্তু ওয়ালটনের ফ্রিজ কিনে বুঝতে পারলাম আর সব কোম্পানির চেয়ে সম্পূর্ণ আলাদা ওয়ালটন। ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি তারা পূরণ করে।’

কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের ধনবাড়ির স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক। গত ১৯ জুলাই একটি ওয়ালটন ফ্রিজ কিনে ২০ ইঞ্চি বুমবক্স এলইডি টিভি ফ্রি পান তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের সন্তান। বাড়িতে সামান্য কিছু জমি-জমা আছে। বাবা টুকিটাক কৃষি কাজ করে সংসার চালিয়েছেন। অনেক কষ্ট করে তিনি আমাদের লেখা-পড়ার খরচ যোগাতেন। বোনটিও এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছে। আমাদের লেখাপড়ার খরচ যোগাতে তিনি সংসারের জন্য তেমন কিছু কিনতে পারেন নাই। তার দীর্ঘদিনের শখ ছিল অন্যদের মতো একদিন আমাদের ঘরেও একটি ফ্রিজ থাকবে।’

রাজ্জাক জানান, তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৭ সালের জুলাই মাসে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পান। চাকরির সুবাদে তিনি বর্তমানে গ্রামের বাড়ি টাঙ্গাইলে বাস করছেন।

তিনি বলেন, ‘চাকরি পাবার পরপরই পরিবারের সম্মতিতে বিবাহ-বন্ধনে আবদ্ধ হই। আমার স্ত্রীও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দুজনে চাকরি করায় কিছু টাকা জমে। এবার বাবার শখ পূরণ করার চিন্তা করি। প্রথমেই ফ্রিজ কেনার সিদ্ধান্ত নিই। কিন্তু কোন কোম্পানির ফ্রিজ কিনবো, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কিছুদিন আগে আমার সহকর্মী ওয়ালটন থেকে টিভি কিনে আরেকটি টিভি ফ্রি পান। তার কথা শুনে ওয়ালটন পণ্য কিনতে আগ্রহ জাগে। তাছাড়া ফ্রিজ কেনার আগে আমি অনেক ব্যবহারকারীদের কাছ থেকে ওয়ালটনের ব্যাপক প্রশংসা শুনি। সবমিলে ওয়ালটন ফ্রিজ কেনার সিদ্ধান্ত নিই।’

রাজ্জাক জানান, পরিকল্পনা অনুযায়ী গত ১৯ জুলাই ক্লাস শেষ করে বিকেলে স্ত্রী ও বোনকে সাথে করে নিয়ে ধনবাড়ি স্কুলের পাশে ওয়ালটনের শোরুম লিজা এন্টারপ্রাইজে যান। সেখান থেকে ২৯ হাজার ৫০০ টাকা দিয়ে ১৭ সিএফটির একটি ফ্রিজ কেনেন। এরপর চলমান ঈদ মেগা ডিজিটাল ক্যাম্পেইনে নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতেই ওয়ালটনের একটি ২০ ইঞ্চি এলইডি টিভি ফ্রি পাওয়ার মেসেজ পান।

তিনি বলেন, ‘ফ্রি টিভিটি পাওয়ার কথা শুনে প্রথমে আমি এবং আমার স্ত্রী গুজব মনে করেছিলাম। কখনো ধারণা করিনি যে ফ্রিজ কিনে টিভি ফ্রি পাবো। এরপর সাথে সাথে শোরুমের লোকজন আমাদের হাতে টিভিটি তুলে দিলে আমাদের সব সংশয় দূর হয়।’

তিনি আরো বলেন, ‘আমার জীবনের অনেক বড় উপহার এটি। এর আগে আমি কখনো এরকম পুরস্কার পাইনি। যে বিষয়ে আমার কোনদিনই বিশ্বাস ছিল না। ওয়ালটন আমার ধারণাটাই সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আমার সব আত্মীয়-স্বজন দারুণ খুশি। সব থেকে বেশি খুশি হয়েছেন আমার বাবা।’

রাজ্জাক বলেন, ‘ওয়ালটন দেশীয় কোম্পানি হলেও তাদের পণ্য বিদেশি কোম্পানির চেয়ে অনেক ভালো। তাদের সেবার মান অনেক ভালো। তারা আমাকে যে সম্মানিত করেছে, তার জন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ওয়ালটন কোম্পানির সফলতা কামনা করছি।’

উল্লেখ্য, ‘ঈদের খুশি জমবে ভারি, নতুন গাড়ির ছড়াছড়ি’ স্লোগান নিয়ে গত ১ জুলাই থেকে শুরু হয়েছে ‘ঈদ মেগা ডিজিটাল ক্যাম্পেইন’। এর আওতায় ওয়ালটন টিভি, ফ্রিজ কিংবা এসি কিনে রেজিস্ট্রেশন করে ক্রেতারা পাচ্ছেন নতুন গাড়ি। রয়েছে ফ্রিজ, টিভি, এসি, মোটরসাইকেলও। এসব ছাড়াও আছে নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ। এই সুবিধা থাকছে কোরবানির ঈদ পর্যন্ত।

 

 



রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৮/মিনহাজুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়