ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোপালগঞ্জের ৫ উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জের ৫ উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ

গোপালগঞ্জ প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে বিকেল ৪টার পর ভোট গণনা শুরু হয়েছে।

বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে দেখা গেছে, সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার এসএম মডেল সরকা‌রি উচ্চ বিদ্যালয়, প‌শ্চিম গোপালগঞ্জ বা‌লিকা উচ্চ বিদ্যালয়, উত্তর গোপালগঞ্জ সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়, টু‌ঙ্গিপাড়া সরকা‌রি জি‌টি স্কুল কেন্দ্র, মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া স্কুল কেন্দ্র, বেজড়া স্কুল, পাথরাইল কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এ নির্বাচনে সদর উপজেলার ১১৪টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কেন্দ্রে গড়ে ২০ থেকে ২৫ ভাগ ভোট পড়ে। বিকেল ৩টার দিকে গড়ে ৪০ ভাগ ভোট পড়ে।

প্রিজাই‌ডিং কর্মকর্তা ম‌নিরুজ্জামান শেখ জা‌নিয়েছেন, ইভিএম পদ্ধ‌তিতে ভোটগ্রহণে সমস্যা হয়নি। যারা আগে প্র‌শিক্ষণ নেননি, তাদের শি‌খি‌য়ে দিতে হয়েছে। কিছুটা বিলম্ব হওয়ার কথা স্বীকার করে তি‌নি জানান, অনেকে ভুল করে অন্য কেন্দ্রে ভোট দিতে আসায় কিছুটা বিলম্ব হয়েছে।

পাঁচ উপজেলায় ৬৭ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। ভোটার ৮ লাখ ৮০ হাজার ৯৪৫ জন।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৪ মার্চ ২০১৯/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়